সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: করোনা পরিস্থিতিতে টানা ২২ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলল রাজ্যের সমস্ত স্কুল। আর এতেই সমস্যায় পড়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। ২২ মাস বন্ধ থাকার পর হঠাৎ স্কুল খোলায় ইউনিফর্ম তাদের আর গায়ে হচ্ছে না । দু বছরে তা ছোট হয়ে গিয়েছে । সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যে সমস্ত স্কুল গুলি রয়েছে সেই সমস্ত স্কুল গুলিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেকটাই কম ।
স্কুল খোলার খবর মনে আনন্দ হলেও স্কুলে আসার সময় ছাত্র-ছাত্রীদের সমস্যার শেষ নেই। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সুন্দরবন । ভেসে গিয়েছে ভিটামাটি । নষ্ট হয়েছে বই খাতা। পঠন-পাঠন কিকরে চলবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীদের কাছে।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমার দক্ষিণ রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির। এই স্কুল খোলার পর তাদের করুণ অভিজ্ঞতার কথা জানায় ছাত্রছাত্রীরা। অন্যদিকে শিক্ষক মহলের একাংশ জানিয়েছে , ছাত্র-ছাত্রীদের নতুন ইউনিফর্ম দেয়া হবে স্কুল থেকে। আপাতত অন্য জামা পরে স্কুলে আসার জন্য অনুমতি দেয়া হয়েছে। খুব দ্রুত ছাত্র-ছাত্রীদের সমস্যা মিটবে এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।