নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শুক্রবার ১,আগস্ট :: বিগত মাস দুয়েক আগে পরিবেশপ্রেমী অমিত শর্মা খয়রাশোল থানার পাঁচড়া এলাকা থেকে বিকেলে একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ উদ্ধার করে নিজ বাড়ী দুবরাজপুরে নিয়ে আসেন।পরের দিন উদ্ধার করা সাপটিকে অনুকুল পরিবেশে ছেড়ে দেবেন বলে মনস্থির করেন।কিন্তু সেই পূর্ণ বয়স্ক সাপটি রাত্রে প্রায় ২৫ টি ডিম পাড়ে।সাপটিকে অমিতবাবু উদ্ধারের পরের দিন ছেড়ে দিলেও ডিমগুলি যাতে নষ্ট না হয় তার জন্য সযত্নে নিজের বাড়ীতেই রেখে দেন।
দিন কয়েক আগে সেই ২৫ টি ডিম থেকে ২৩টি গোখরো সাপের বাচ্চা বের হয়,২টি ডিম থেকে বাচ্চা বের হয়নি। এবার বাচ্চাগুলিকে অনুকুল পরিবেশে ছেড়ে দিলেন পরিবেশ প্রেমী অমিত শর্মা।
অমিতবাবু বলেন কেউ সাপ মারবেন না।প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাপ বাঁচিয়ে রাখতে হবে।যেকোনো ধরনের সাপ দেখলে ভয় খাবেন না,আমাকে অথবা বনদপ্তরে খবর দেবেন।আমরা সাপ উদ্ধার করে নিয়ে যাবো,এবং অনুকুল পরিবেশে ছেড়ে দেবো।