নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৬,জুলাই :: নারকেল ফাটিয়ে রথ যাত্রার সূচনা করা হয়।২৩ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো উল্টো রথযাত্রা। এবার বাড়ি ফেরার পালা। উল্টো রথে চেপে সাত দিন মাসির বাড়িতে থাকার পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ফিরলেন নিজের বাড়িতে।
শনিবার সারম্বরে পালিত হয় উল্টো রথযাত্রা। ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকা থেকে উল্টো রথে চেপে জাহাজ ফিল্ড এলাকায় মন্দিরে ফিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। রথের রশি ধরে টান দেন এলাকার হাজারো বাসিন্দা।
এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, কাউন্সিলর গায়ত্রী ঘোষ, স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা সহ এলাকার নাগরিকবৃন্দ।
এদিন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহযোগে রাস্তায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়।উল্টোরথ বিভিন্ন রাস্তা হয়ে পৌঁছায় জাহাজ ফিল্ড এলাকায়। উল্টোরথ উৎসবকে কেন্দ্র করে নাম সংকীর্তনে মাতেন ভক্তরা।