কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ২৪ঘন্টার মধ্যে মন্দিরের চুরির ঘটনার কিনারা করলো মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ। ঘটনায় গ্রেফতার তিনজন। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রি।
পুলিশ সুত্র জানা গিয়েছে ধৃতদের নাম বিপ্লব কর্মকার, বাড়ি ৯নম্বর ওয়ার্ড কর্মকার পাড়া, মোস্তফা সেখ ,বাড়ি মির্জাপুর। আশরাফুল হক ,বাড়ি কালিয়াচক থানার সুজাপুর। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চুরির বিষয়টি এলাকার মানুষের নজরে আসে। খবর দেওয়া হয় পুলিশে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ বিপ্লব কর্মকার নামে এক যুবককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার কিনারা করে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকাসক্ত একাংশ যুবকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সকলেই। মাদকের নেশায় আসক্ত হয়ে কিছু যুবক এলাকায় চুরির ঘটনা ক্রমাগত ঘটিয়ে চলেছে । বাড়ির লোকেদের অলক্ষ্যে জিনিসপত্র চুরি করছে মাদকাসক্তের দল। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবাড়ী ফাঁড়ির ওসি হারাধন দাস জানিয়েছেন, চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধৃত 3 জনকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই এলাকায় চোরেদের একটি দল রয়েছে সেই দলে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।