২৪ ঘন্টার মধ্যেই ভোল বদল – সিবিআই নয় সিআইডি তদন্ত চেয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন কুন্তলা রায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ১৩,আগস্ট :: ২৪ ঘন্টার মধ্যেই ভোল বদল ডোডেয়ার হাট বাজারে গুলি করে হত্যা করা মৃত অমর রায়ের মা তথা ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের। সিবিআই নয় সিআইডি তদন্ত চেয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন কুন্তলা রায়।

বুধবার কোচবিহার জেলা পুলিশ সুপারের সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দেখা করেন মৃত যুব তৃণমূল নেতা অমর রায়ের মা কুন্তলা রায় । জেলা পুলিশ সুপার সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় বলেন সিআইডি তদন্ত চাই ।

পুলিশ পুলিশের মত তদন্ত করছে। তবে গতকাল তিনি যে সিবিআই তদন্ত চেয়েছিলেন তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে চলে যান ।

উল্লেখ্য গত শনিবার ভর দুপুরে ডোডয়ার হাট বাজারে গতকালকে মোটরবাইকে চেপে এসে ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমল রায় কে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

ঘটনার পরে ই দোষীদের গ্রেফতারের দাবীতে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।

এমত অবস্থায় মঙ্গলবাড়ী পরিবারের লোকজন এই ঘটনায় পুলিশের উপর ভরসা না রাখতে পেরে সিবিআই তদন্তের দাবি করেছিল । তবে ২৪ ঘন্টা না বেরোতে বুধবার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পর তারা সিআইডি তদন্তের দাবী জানাচ্ছে। কেন এই ভোল বদল তা নিয়েও থাকছে প্রশ্ন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + eight =