সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৭, ডিসেম্বর :: ২৫শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে ১৫ তম শিলিগুড়ি মহাকুমা বইমেলা। তবে বইমেলা তিনদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই ভাবে বই প্রেমীদের আগমন ঘটেনি বই মেলাতে।
এদিন দুপুরেও দেখা গেল কার্যত দেখা গেল বইমেলার বিভিন্ন বই স্টল গুলি প্রায় বলতে গেলে ফাঁকাই রয়েছে। বিভিন্ন জায়গা থেকে প্রকাশনী সংস্থাগুলি বইয়ের সম্ভার নিয়ে প্রত্যেক বছরের মতো এ বছরেও বইমেলায় এসেছেন। তবে সেভাবে বইয়ের বিক্রি হচ্ছে না।
এ বিষয়ে বইমেলায় স্টল দেওয়া বই বিক্রেতা জানিয়েছেন গত বছরের তুলনায় চলতি বছরে বইয়ের বিক্রি অনেকটাই কমে গিয়েছে। তিন দিন হয়ে গেলেও সেরকমভাবে বইপ্রেমী মানুষদের দেখা মেলেনি।
তবে আজ শনিবার ও আগামীকাল রবিবার রয়েছে ছুটির দিন, আশা রাখছেন শনি ও রবিবার ছুটির দিনে বইয়ের বিক্রি বাড়বে।

