২৫ তম বছরে পদার্পণ করল হিঙ্গলগঞ্জের সুন্দরবনের নৈশালকের ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বুধবার ১,নভেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের সুন্দরবনের সীমান্তবর্তী গ্রাম চাড়লখালি অর্থাৎ চন্দনপুর লায়ন্স ক্লাবে গত ২৫ বছর ধরে চলে আসছে নৈশালকের মাধ্যমে ১৬ দলীয় বিরাট মিনি ক্রিকেট টুর্নামেন্ট।

এই খেলার অংশগ্রহণকারী টিম ন্যাজাট, মিনাখাঁ, বসিরহাট, কুমিরমারি, সন্দেশখালি থেকে আসে।এই ক্রিকেট টুর্নামেন্টের প্রথম পুরস্কার ট্রফি সহ ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ ৮ হাজার টাকা, যার প্রধান বিশেষত্ব হল এক ঘন্টার বিশেষ আতশবাজির প্রদর্শনী ।

সমগ্র টুর্নামেন্ট জুড়ে ভিডিও ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে প্রদর্শনী। যা দেখতে ভিড় করেন পার্শ্ববর্তী ৫/৬ টি গ্রামের অজস্র খেলা প্রেমী দর্শকবৃন্দ। এই অনুষ্ঠানের কড়া নিরাপত্তায় প্রশাসন। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জেলার সদস্য পুষ্পিতা মণ্ডল সরকার, সাহেব খালি পঞ্চায়েত প্রধান আশুতোষ কামেলা, পঞ্চায়েত সদস্য হরেকৃষ্ণ মণ্ডল,ক্লাব সম্পাদক গোবিন্দ মণ্ডল, ক্লাব সদস্য রামকৃষ্ণ মণ্ডল ও আরো অনেক ক্লাব সদস্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − three =