নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলদাপাড়া :: রবিবার ১৮,মে :: পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হলেই জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে আসছে বুনো হাতির দল। ফালাকাটা এবং মাদারিহাট বীরপাড়া ব্লকের বিস্তীর্ণ এলাকায় রোজগার রুটিন হয়ে দাঁড়িয়েছে বুনো হাতি হানা।
প্রায় প্রতিদিনের মতো গতরাতেও ২৫ থেকে ৩০টি হাতির একটি দল জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে প্রবেশ করে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উমাচরণপুর এবং খাউচাঁদপাড়া এলাকায়। বুনো হাতির দল উমাচরণপুরের অমিত সুব্বার সুপারি বাগানে ঢুকে প্রায় ৩০ টি সুপারি গাছ উপড়েও ভেঙে দেয়।
কৃষক অমিত সুব্বার কথায় রাত একটা নাগাদ বুনো হাতির দল ঢুকে সুপারি বাগানে। সুপারি ছাড়া ভেঙে ও উপড়ে দেয়। হাতির দলটিতে ২৫ থেকে ৩০ টি হাতি ছিল বলে তিনি বলেন।
অন্যদিকে রাত্রি এগারোটা নাগাদ মাদারিহাট বীরপাড়া ব্লকের পূর্ব মাদারিহাটে (যা উমাচরণপুর সংলগ্ন এলাকায়) হাতির দল ঢুকে পড়ে কৃষক মনিরুউদ্দিন মিয়ার ভুট্টা ক্ষেতে। মনিরুদ্দিন নিয়ে বলেন গতরাতে হাতির হানায় এক বিঘা জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে কিছু হাতি খেয়েছে এবং কিছু নষ্ট করেছে।
একদিকে রাতে মুষলধারে বৃষ্টি, গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, সেই সঙ্গে প্রায় ৩০ টি হাতির গ্রামে আগমনে, আতঙ্কিত হয়ে পড়ি আমরা। এদিকে দুটি হাতি হানা দেয় খাউচাঁদ পাড়ার বিভিন্ন এলাকায়।গোটা রাত বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় দুটি বুনো হাতি। ভোরবেলায় হাতি দুটি জঙ্গলে ফেরার সময় টপ্পা কার্জির ঘরের বেড়া ভেঙ্গে দিয়ে চলে যায়।
এছাড়াও অনেকেরই কলাবাগানে কলা গাছ খায় বুনো হাতি দুটি। এই বিষয়ে বন দপ্তরের তরফে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেদন করলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।