নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: মঙ্গলবার ২২,এপ্রিল :: ২৬ এর বিধানসভা নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেন গ্যারান্টি তিন বছরের মধ্যে আপনাদের উদ্বাস্তু করে ছাড়বে। নদীয়ার দেবগ্রাম যুগপুরে এক দলীয় চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
একই সাথে এদিন ডাকুরি ফাটা চাকুরী প্রার্থীদের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন এতদিন শোনা গিয়েছিল যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে তাহলে কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করছে না। আমরা সবার আগে দাবী করছি।
গোটা এই দুর্নীতিটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। নাম না করে মুখ্যমন্ত্রীকে মখী রানী এবং রানী মৌমাছি সম্বোধন করে তাকে সবার আগে জেলে ঢোকালে তবে এই সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করলেন তিনি।
মুর্শিদাবাদ প্রসঙ্গে টেনে এদিন সুকান্ত মজুমদার বলেন পুলিশ যেখানে পাহারা দেওয়ার সেখানে পাহারা দেবে না তারা শুধুমাত্র শিক্ষক পেটাতে পারেন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ না যাওয়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, তুমি কোন মুখ নিয়ে যাবে যদি মুর্শিদাবাদে যান মানুষ ঝাটা পেটা করবেন তাকে।
একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসংস্থান ঘোষণার সমালোচনা করে সুকান্ত মজুমদার বলেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন শিলাদি নাম হয়ে গিয়েছিল তার। শুধু শিলান্যাস করেছিলেন তার কাজ একটাও হয়নি।