নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কলকাতা :: মঙ্গলবার ১৯,আগস্ট :: এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে ৩ এপ্রিল এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট।
ফলে চাকরি হারান ২৫,৭৩৫ জন। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে পুরো প্যানেল বাতিল করে দেয়।শীর্ষ আদালত জানিয়েছিল, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। নতুন করে এসএসসিকে নিয়োগ প্রক্রিয়া শুরুর কথাও বলা হয়। তার প্রায় এক মাসের মাথায় এসএসসি এবং রাজ্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জানায়।
পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার, এসএসসি, চাকরিহারা সহ বিভিন্ন পক্ষ। ৫ অগাস্ট সেই শুনানি শেষ হয়। বিচারপতিদের চেম্বারেই শুনানি চলে। এদিন দুই বিচারপতির বেঞ্চ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল।