নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ২৭,নভেম্বর :: ঠিক ১৫ বছর আগের ঘটনা, যার বিবরণ শুনলে আজও শিহরণ জাগে।২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের ইতিহাসে এক ভয়ঙ্করতম দিন ৷ এই দিনেই ঘটেছিল বাণিজ্য নগরী মুম্বাইতে জঙ্গি হামলা। সমগ্র ভারতবাসীকে স্তব্ধবাক করে দিয়েছিল ৷ ২০০৮ মুম্বই জঙ্গি হামলা ,যা সাধারণত ছাব্বিশে নভেম্বর বা ২৬/১১ নামে পরিচিত।


মোট আটটি হামলা ঘটে দক্ষিণ মুম্বইয়ে। জায়গাগুলি হল — ছত্রপতি শিবাজী টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, তাজমহল টাওয়ার অফ প্যালেস, লিওপোল্ড ক্যাফে, ভিকাজি কামা হাসপাতাল (মহিলা ও শিশুদের হাসপাতাল), নরিম্যান হাউস, ইহুদি কমিউনিটি সেন্টার, মেট্রো অ্যাডল্যাবস, এবং টাইমস অফ ইন্ডিয়া ভবন ও সেন্ট জেভিয়ার্স কলেজের পিছনের একটি গলি। এই জঙ্গি হামলায় নিজের দেশকে বাঁচাতে গিয়ে শহীদ হন ১৮ জন বীর যোদ্ধা। তাদের প্রতি রইল সংবাদ প্রবাহের সশ্রদ্ধ প্রণাম।