সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ২৯,জুলাই :: প্যারিস অলিম্পিকে দুরন্ত শুরু পি ভি সিন্ধুর। ভারতীয় এই ব্যাডমিন্টন তারকা হেলায় হারিয়ে দিল মালদ্বীপের আব্দুল রাজ্জাককে। প্রথম গেমটি অনায়াসে জিতে নেয় ভারতীয় ব্যাডমিন্টন তারকা ২১- ৯ পয়েন্ট এর ব্যবধানে।
এরপর দ্বিতীয় গেমেও নিজের প্রাধান্য বজায় রাখেন তিনি। ২১-৬ পয়েন্টের ব্যবধানে অনায়াসে গেমটি জিতে ম্যাচ নিজের পকেট বন্দি করে নেন। দুইবার অলিম্পিক পদক বিজয়ী সিন্ধু, এবারও যে অসাধারণ ফর্মে রয়েছেন প্রথম ম্যাচ থেকেই তা বোঝা গেল। ম্যাচটি ২৭ মিনিটের মধ্যেই তিনি শেষ করে ফেলেন।