সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৩১,মার্চ :: এক মাস ধরে পবিত্র রমজান মাস পালনের পরে অবশেষে আজ খুশির উৎসব ঈদ । বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে ঈদ । এদিন শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের মজুদুর কলোনিতে ঘটা করে উদযাপন করা হলো পবিত্র ঈদ উৎসব।
পথ চলতি মানুষদের শরবত ফল, সেমুই দেওয়া হয়। পাশাপাশি লক্ষ্য করা যায় বিভিন্ন মসজিদগুলিতে মুসলমান সম্প্রদায়ের মানুষরা এদিন সকাল থেকেই নামাজ আদায় করেন। শিলিগুড়িতে প্রতি বছর খুশির উৎসব ঈদ পালন করা হয়ে থাকে। এ বছরও মহাসামরোহে পালিত হচ্ছে এই উৎসব।
এদিন মজদুর কলোনিতে খুশির উৎসব ঈদ উপলক্ষে পথ চলতি মানুষদের জন্য জল শরবত ফলের ব্যবস্থা করা হয়। পরস্পর পরস্পরকে ঈদের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন।