নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :; দুবরাজপুর :: শুক্রবার ৩০,মে :: মাদক পাচারের আগেই পুলিশের জালে পাচারকারী। ঘটনাটি খয়রাশোল থানার সারিবাগান মোড় থেকে পাঁচড়া মোড় যাওয়ার রাস্তায় জোড়া বটতলার কাছে। ধৃতের কাছে থেকে দু’কেজির মত কোডাইন মিক্সচার মাদক দ্রব্য উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ।
ধৃতের নাম ফুলচাঁদ সেখ ওরফে চাঁদ সেখ। বাড়ি লাভপুর থানার হাতিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ফুলচাঁদ সেখ মাদক পাচারের জন্য খয়রাশোল থানার জোড়া বটতলার কাছে দাঁড়িয়ে ছিল।
ধৃতের নাম ফুলচাঁদ সেখ ওরফে চাঁদ সেখ।
সূত্র মারফত খবর পেয়ে খয়রাশোল থানার পুলিশ সেখানে হানা দেয় এবং মাদক দ্রব্য সহ তাঁকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ দুবরাজপুর আদালতে পেশ করা হয়।
তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশী হেফাজত চাওয়া হলে বিচারক ধৃতের জামিন খারিজ করে ৭ দিনের পুলিশী হেফাজত মঞ্জুর করেন বলে জানান সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। তিনি আরও জানান, ধৃতকে আগামী ৬ জুন এডিশ্যানাল ফাস্ট কোর্ট এনডিপিএস কোর্টে পেশ করার নির্দেশ দেন বিচারক।