সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: বুধবার ২৬,মার্চ :: নরেন্দ্রপুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে গ্রেফতার করে অনুপ পৈলান নামে এক ব্যক্তিকে। তিনি খেয়াদহের রণভুতিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি স্থানীয়ভাবে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে বেড়াতেন। অভিযোগ দীর্ঘ দিন ধরে পুলিশ অনুপ পৈলানের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছিল।
তার বিরুদ্ধে এলাকায় তোলা আদায়, সাট্টা এবং জুয়ার ঠেক চালানোর অভিযোগ ছিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক থানায় সমাজবিরোধী কাজকর্ম করার অভিযোগ আছে। পুলিশের একটি টিম রানাভুতিয়া গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পিছনে অভিযান চালিয়ে সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
পুলিশ ধারণা করছে, এসব অস্ত্র ব্যবহার করে সে এলাকার মানুষের উপর হুমকি সৃষ্টি করত এবং তার অপরাধমূলক কার্যকলাপ চালাত। ধৃতকে সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন জানানো হয়েছে বারুইপুর মহকুমা আদালতে।