কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: করোনা আবহের কারণে প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলি অবশেষে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত খোলা হল সারা রাজ্যের পাশাপাশি মালদার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। করোনা মোকাবিলায় সরকারের সমস্ত রকম বিধি-নিষেধ মেনে খোলা হয়েছে স্কুল কলেজ।
বিদ্যালয়ের প্রবেশদ্বারে প্রত্যেক শিক্ষার্থীদের মুখে মাস্ক, হাত স্যানিটাইজ ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ছাত্র-ছাত্রীদের ক্লাস রুমে প্রবেশ করানো হয়। দীর্ঘদিন পর স্কুল খোলা খুশি শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষ জানান, সরকারের সমস্ত ধরনের বিধি-নিষেধ মেনেই শুরু হয়েছে স্কুলের পঠন পাঠন। সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় সংগীত বাজিয়ে প্রতিটা ক্লাস করানো হচ্ছে। এছাড়া প্রতি বেঞ্চে শিক্ষার্থীদের আলাদাভাবে বসানো হয়েছে।
অন্যদিকে শিক্ষার্থীরা জানিয়েছে, স্কুল খোলায় তারা খুব খুশি কারণ স্কুলে এসে সমস্ত বন্ধু-বান্ধব মিলে একসঙ্গে ক্লাস করার মজা আলাদা। স্কুলের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে কোন সমস্যা হলে সেটিকে বন্ধু-বান্ধব বা শিক্ষক-শিক্ষিকার দ্বারা আলোচনার মধ্যে সমাধান হয়। কিন্তু বাড়িতে একা একা পড়াশোনার ক্ষেত্রে এই সমস্যার সমাধান অনেকটা জটিল হয়ে পড়ে। তাই তারা স্কুল খোলাতে অত্যন্ত খুশি।