৩০তম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার শুভ সূচনা হয়ে গেল শনিবার বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২২,ফেব্রুয়ারি :: ৩০তম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার শুভ সূচনা হয়ে গেল শনিবার বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে। শুরুতেই সংস্কৃতি লোকমঞ্চের সামনে সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু ও কানু মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

রাজ্যস্তরীয় এই নাটক প্রতিযোগিতা ২২ ও ২৩ শে ফেব্রুয়ারি চলবে বলে জানা গেছে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক।

সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশারানি ও জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার পুলিশ সুপার শায়ক দাস সহ বর্ধমান দক্ষিণের বিধায় খোকন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + twelve =