৩২৭ ফুট চিঠি লিখে তাক লাগিয়েছেন আসানসোলের প্রেমিক অনুপম ঘোষাল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১৪,ফেব্রুয়ারি :: বিশ্ব প্রেম দিবসে সেই চিঠি নিয়েই তার উৎকন্ঠা বিশ্বের এই দীর্ঘতম চিঠি নষ্ট হয়ে যাচ্ছে। ইঁদুরে ছিঁড়ে ফেলছে। তাই সংরক্ষনের দাবি তুলেছেন তিনি।

আসানসোলের বার্নপুর রোডের বাসিন্দা অনুপম ঘোষাল। একসময় সাংবাদিকতা করেছেন। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে কিছুই করতে পারেন না। ২০০০ সালে অনুপম ঘোষালের প্রেমিকা পারমিতা তাকে ছেড়ে চলে যায়।

আর তখনই সেই প্রেমিকাকে ভুলতে চিঠি লিখতে শুরু করে। অনুপম ঘোষাল। সেটাকে তার জীবনের সুইসাইড নোট বলেছেন তিনি। কিন্তু চিঠি লিখতে লিখতে এত বড় হয়ে যায় যে সেটা ক্রমেই একটি সাহিত্যে পরিণত হয়। চিঠি লিখতে শুরু করেন এবং ৩২৭ ফুট চিঠি লিখে বিশ্ব রেকর্ড করেন।

বর্তমানে কলকাতার দুটি বড় পাবলিসার এই চিঠিকে প্রকাশ করেছে বই হিসেবে। সেই বই বইমেলাতে বিক্রিও হয়েছে। কিন্তু মূল চিঠিটি নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। এত বড় চিঠি রাখা তার পক্ষেও সম্ভব নয় বলে জানিয়েছেন অনুপম ঘোষাল। তাই তিনি চাইছেন সরকার যদি উদ্যোগী হয়ে এই চিঠি সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে তারই সৃষ্টি বেঁচে থাকতে পারে।

পাশাপাশি বর্তমান যুগের প্রেমিক-প্রেমিকাদের প্রতি আর্তি প্রেম আসবে যাবে হয়তো প্রেম হারিয়ে যেতে পারে কিন্তু কোন অবস্থাতেই তার থেকে খারাপ কিছু নয় বরং সৃষ্টিশীল কিছু করে রাখো যেটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =