৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পাঁচড়া পঞ্চায়েত এলাকার বিদ্যালয়গুলির।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম  :: শুক্রবার ১৯,জানুয়ারি :: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ মতো বীরভূম জেলার খয়রাশোল থানার পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের পাইগড়া ফুটবল মাঠে পাঁচড়া পঞ্চায়েত এলাকার পঞ্চায়েতস্তরের ১৯ টি প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও ৩টি শিশুশিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা পাইগড়া ফুটবল মাঠে লংজাম্প, হাইজাম্প,দৌড় প্রতিযোগিতা,যোগা,

জিমনাস্টিক, ফুটবল, আলুদৌড় ছাড়াও অন্যান্য বিষয়ে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে। যে সকল প্রতিযোগী ১ম ২য় ও তৃতীয় স্থান করে তাদের পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আজকের প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী প্রথম স্থান অধিকার করে তারা সার্কেলের খেলায় অংশগ্রহণ করবে আগামী ২০/০১/২০২৪ তারিখ খয়রাশোলের ভাগাবাঁধ মাঠে। বৃষ্টি বিঘ্নিত মাঠে কয়েকটি ইভেন্টেের খেলায় লটারীর মাধ্যমে ফলাফল ঘোষনা করা হয়।

উপস্থিত ছিলেন খয়রাশোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশীষ মাহাতো,খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস,সমাজসেবী সৌগত মুখার্জী,বিশিষ্ট শিক্ষক প্রদীপ মন্ডল, কঙ্কন কুমার চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষক রামপ্রসাদ ব্যানার্জী সহ শিক্ষক শিক্ষিকারা, অভিভাবক অভিভাবিকারা ও ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =