৩ জন মহিলা ও ৩ জন ছেলেকে পিটিয়ে মেরে ফেলতে চাওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি বিদ্যুত ঘোষ।

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ৩ জন মহিলা ও ৩ জন ছেলেকে পিটিয়ে মেরে ফেলতে চাওয়ার অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রাম ব্লকের তৃণমূলের রাধানগর অঞ্চল সভাপতি বিদ্যুত ঘোষ।গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ।গত ২১তারিখ ঝাড়গ্রাম পুরসভার ৭নং ওয়ার্ডে বাছুরডোবা ফ্লাইওভারের ওপর অচেনা কয়েকজন মহিলা ও পুরুষকে ।

শাল বল্লি দিয়ে বেধড়ক পেটাচ্ছিল বিদ্যুত ও তার বাহিনী।শহরের প্রাণকেন্দ্রের সেই দৃশ্য দেখে শিউরে ওঠে মানুষ।ঝাড়গ্রাম ব্লকের সভাপতি নরেন মাহাতো এবং ঝাড়গ্রাম পুরসভার তৃণমূলের ৭ নং ওয়ার্ডের প্রার্থী গোবিন্দ সোমানি এবং ১০ নং ওয়ার্ডের প্রার্থী অজিত মাহাতোর আশ্রিত এই বিদ্যুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =