নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা ব্লকের বিভিন্ন জায়গায় রাতভোর ৪৫ থেকে ৫০ টি হাতির দল দাপিয়ে বেড়ালো। চন্দ্রকোনা শ্রীনগর ও গড়বেতার সন্ধিপুর, চৈতন্যপুর এর মাঠে তাণ্ডব চালায় হাতির দলটি। নাজেহাল হয়ে যায় গ্রামের মানুষজন ও বনদপ্তর কর্মীরা।
বিভিন্ন ভাবে জঙ্গলে ও মাঠে ছড়িয়ে ছিটিয়ে যায় হাতিগুলি। অবশেষে বনদপ্তরের কর্মীদের প্রচেষ্টায় ৪৫ থেকে ৫০ টি হাতির পালটিকে মাঠ থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় জঙ্গলে গিয়ে পৌঁছে দেয়। স্থানীয় সূত্র জানা গিয়েছে, হাতির দাপটে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকশো বিঘা জমি। ফসল নষ্ট হয়েছে, আলু সহ বিভিন্ন শীতের সবজি।
এমনিতেই ধার দেনা করে আলু লাগিয়ে চিন্তিত চাষিরা, তার উপর গজরাজের এই অত্যাচারে জর্জরিত একাধিক কৃষকরা। একদিকে আলু চাষ অন্যান্য বছরে তুলনায় এই বছর অনেকটাই পিছিয়ে, তার উপর আবার ৪৫ থেকে ৫০ টি হাতির দল নষ্ট করল আলু চাষের জমি।
কোথাও সবে লাগানো আলু, কোথাও আবার গাছ বেরিয়ে গেছে! কিভাবে কি করবে? ভেবে উঠতে পারছে না একাধিক চাষী। যদিও বনদপ্তর এর পক্ষ থেকে এখনো কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা আশ্বাস মেলেনি।