৪২টি দল মধু সংগ্রহ করে প্রায় ২৫ লক্ষ টাকা উপার্জন করবে বলে আশা করছেন বন দপ্তরের আধিকারিকরা ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: ৩রা,এপ্রিল :: সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মধু সংগ্রহকারীদের অনুমতি পত্র দেওয়া হলো কুলতলী চিতুড়ি ফরেস্ট অফিসে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের পক্ষ থেকে, প্রায় ৪২টি নৌকাকে অনুমতি দেওয়া হয়েছে । কমপক্ষে ১০ মেট্রিক টন মধু সংগ্রহ করবে মৌলিরা মনে করছেন বন দপ্তর ।

অনুমতি প্রাপ্ত প্রত্যেক নৌকায় ৬ থেকে ১০ সদস্য সুন্দরবনের মধু সংগ্রহ করতে যেতে পারবে । ৪২টি দল মধু সংগ্রহ করে প্রায় ২৫ লক্ষ টাকা উপার্জন করবে বলে আশা করছেন বন দপ্তরের আধিকারিকরা । সদস্যদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার বীমা, মাস্ক, মধু সংগ্রহের পাত্র ও পোশাক দেওয়া হয় বনদপ্তর এর পক্ষ থেকে । উপস্থিত ছিলেন বনদপ্তরের কর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − 1 =