৪ ডিসেম্বর দেশজুড়ে পালন করা হয় ভারতীয় ‘নৌ দিবস’।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২৫,নভেম্বর :: ৪ ডিসেম্বর দেশজুড়ে পালন করা হয় ভারতীয় ‘নৌ দিবস’। নৌ দিবসের প্রাক্কালে খিদিরপুরে বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘আইএনএস সাবিত্রী’।

২৬ নভেম্বর পর্যন্ত খিদিরপুর বন্দরেই থাকবে এই যুদ্ধজাহাজটি। মুম্বাইয়ের মাজগাঁও ডক লিমিটেডে নির্মিত যুদ্ধ জাহাজটি ১৯৯০ সালের ৭ জুন নৌ বাহিনী তে যোগদান করে।

আইএনএস সাবিত্রী ভারতের দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ। ১৫ নট (৩০ কিমি/ঘণ্টা) সর্বোচ্চ গতিসম্পন্ন এই জাহাজে রয়েছে কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য, যেমন ৪০x৬০ বোফর্স গান এবং চেতক হেলিকপ্টার পরিচালনার উপযোগী একটি হেলিপ্যাড।

কমান্ডার বিজয় ঝা-র নেতৃত্বে, এই জাহাজ উপকূল এবং সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =