৫টি ক্লাস শিক্ষক ১জন স্কুলে নেই বিশুদ্ধ পানীয় জল। এভাবেই চলছে কৃষ্ণগঞ্জের ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ১৯,জুলাই :: ক্লাস ৫ টি অথচ শিক্ষক সংখ্যা একজন আর এরকমভাবে প্রায় সাত মাস ধরে একজন শিক্ষক দিয়েই স্কুল চলছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। সার্কেল ইন্সপেক্টর কে জানিয়ে ও তার কোনও সুরাহা হয়নি।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন থেকে শুরু করে মিড ডে মিলের দেখভাল তাকে একাই করতে হয়। প্রধান শিক্ষক চাকুরী থেকে অব্যাহতির নেওয়ার পর সমিত বিশ্বাসকে একা একাই স্কুল চালাতে হচ্ছে।পঠন পাঠন সমস্যার সাথে সাথে পরিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জল নেই স্কুলে। স্কুলে একমাত্র যে টিউবওয়েল রয়েছে সেই জলেও রয়েছে সমস্যা।

এতকিছু সমস্যা নিয়ে কৃষ্ণগঞ্জের ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন চালু রেখেছেন একজনই শিক্ষক। যদিও এ বিষয়ে ব্লক উপরিদর্শক মৌমিতা সরকার সম্পূর্ণ বিষয়টি স্বীকার করে নেন। তিনিও বাড়তি শিক্ষক এবং স্কুলের বিশুদ্ধ পানীয় জলের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

তার কাছে নির্দেশ এলেই স্কুলে বাড়তি শিক্ষক এবং পরিশ্রুত পানীয় জলের বিষয় যে সমস্যা রয়েছে তা মিটে যাবে। এখন দেখার এই একজন শিক্ষক নিয়েই আর কতদিন এভাবে চলবে কৃষ্ণগঞ্জ ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =