৫০০০ টাকার বিনিময় পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জনপ্রতিনিধির অশ্লীল ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট গ্রেফতার এক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: জেলায় একটি সোশ্যাল মিডিয়ার রাকেট চলছে মূল অভিযোগ থেকে গ্রেফতার করতে হবে অবিলম্বে।

বাংলাদেশের ফেক প্রোফাইল ৫ হাজার টাকার বিনিময়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বাদুড়িয়ার পঞ্চায়েত সমিতি সভাপতি ছবি নাম দিয়ে পোস্ট ইতিমধ্যে কলকাতার তপসিয়া উমেশ খান নামে একজন কলেজ পড়ুয়াকে বসিরহাট সাইবার ক্রাইম থানা গ্রেফতার করে পড়ে তাকে ছেড়ে দিয়েছিল।

বসিরহাট মহাকুমার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কুহেলিকা পারভিন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মোকাদ্দিম লিটন বলেন আজকে বসিরহাট বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যান সহ ১৭ জন তৃণমূলের কাউন্সিলর বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি

এর পিছনে গভীর ষড়যন্ত্র চলছে আমরা চাই মূল আসামিকে রাজ্য প্রশাসন গ্রেফতার করুক ২৫ বছর ধরে রাজনীতি করছি পুরো আন্দোলন থেকে উঠে এসেছি এইরকম নোংরা ভাবে রাজনৈতিক কালিমা লিপ্ত করছে মূল ষড়যন্ত্রকারী সামনে আনতে হবে এটা বরদাস্ত করা     যাবে না |

বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন বলেন আমি একজন মহিলা আমার আট বছরের সন্তান আছে, গ্রাম বাংলার থেকে উঠে এসেছি রাজনীতির আগায় পরপর দুবার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে। এই ধরনের নোংরা ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে আমাদেরকে কালিমা লিপ্ত করছে

যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে বারবার তিনি নিরাপত্তা নারী সুরক্ষার কথা বলছেন রাজনৈতিকভাবে না পেরে তারপরে কিছু ষড়যন্ত্রকারী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে পিছন থেকে আমাদের সম্মানহানি হয়েছে পরিবারসহ মানুষের পাশে যেতে আমরা লজ্জিত বোধ করছি।

বিষয়টা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব কে জানিয়েছি আমরা চাই এর পিছনে মূল ষড়যন্ত্রকারীকে অবিলম্বে গ্রেফতার করে সামনে আনা হোক রাজ্য প্রশাসনের উপর আমাদের ভরসা আছে একজনকে গ্রেফতার করছে বাকি যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =