ডেস্ক নিউজ :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২১,জুলাই :: এ এক আজব সিদ্ধান্ত। সঙ্গে সঙ্গে গর্জে ওঠে বিশ্বের পশুপ্রেমী সম্প্রদায়। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? ঘটনা সূত্রে জানা যাচ্ছে, রোমানিয়া সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫০০ ভাল্লুক হত্যা করা হবে। জঙ্গলে ঢুকে নির্বিচারে এই হত্যা করা হবে।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত ? কী এমন দোষ করেছে তারা? অপরাধ, এক পর্যটককে খেয়ে ফেলেছে ভাল্লুক। গত ৩ জুলাই রোমানিয়ায় ভাল্লুকের হামলায় মৃত্যু হয় এক সোলো ট্রাভেলারের। জানা গিয়েছে, জঙ্গলের বাইরে এসে ওই ট্র্যাভেলারের ঘাড়ে ঝাঁপিয়ে পড়েছিল একটি ভাল্লুক। তাতেই প্রাণ যায় পর্যটকের। আর এর জন্য এই সিদ্ধান্ত। ক্ষুব্ধ বিশ্বের পশু প্রেমী মানুষ।
রুমানিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু একজনের হত্যা নয়। বিগত তিন-চার বছরে এমন ঘটনা রোমানিয়ায় বহুবার ঘটেছে। দুই দশকে ভাল্লুকের আক্রমণে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫০-রও বেশি মানুষ। সরকারের দাবি, দেশে ভাল্লুকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই সাধারণ মানুষের উপরে হামলা হচ্ছে।
রোমানিয়ায় প্রায় ৮০০০ বাদামি ভাল্লুক রয়েছে। এত সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভাল্লুকদের মেরে ফেলা হবে। প্রশ্ন উঠেছে তাদের অন্যত্র কোথাও কেন পাঠানো হচ্ছে না? কেন হত্যা করা হবে? তবে বিশ্ব যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে, তাতে হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে রুমানিয়া সরকার।