৫১৯ বছরে পা দিল হুগলীর কেষ্টপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা, আকর্ষণে ৫০ কেজির শংকর মাছ

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দেবানন্দপুর :: শুক্রবার ১৬,জানুয়ারি :: দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেষ্টপুরে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী মাছের মেলা এ বছর ৫১৯ তম বর্ষে পদার্পণ করল। বহু বছর ধরে চলে আসা এই মেলাকে কেন্দ্র করে গ্রামজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।

প্রতিবছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এই মেলায় ভিড় জমান। এ বছরের মাছের মেলার বিশেষ আকর্ষণ ছিল প্রায় ৫০ কেজি ওজনের একটি বিশাল শংকর মাছ।

এত বড় আকারের মাছ এক নজর দেখতে মেলার মাঠে উপচে পড়ে মানুষের ভিড়। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখেন।

এমন বিরল আকারের মাছ দেখতে পেয়ে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
মেলায় শুধু শংকর মাছই নয়, বিভিন্ন প্রজাতির দেশি ও সামুদ্রিক মাছের সম্ভার ছিল। মাছ কেনাবেচার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যেরও সুন্দর প্রতিফলন দেখা যায় এই মেলায়।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই মাছের মেলা কেষ্টপুরের গর্ব ও পরিচয়ের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য ভবিষ্যতেও একইভাবে বজায় থাকবে বলেই আশা সকলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =