নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২১,অক্টোবর :: ৫১ ফুটের কালি করে তাক লাগালো, ২০২৫এ এবারে বর্ধমান শহরের বড়নীলপুর বাজার অতুল স্মৃতি সংঘ। উদ্যোক্তারা জানান এবছর ৪৭তম বর্ষে পদার্পণ করলো এই পুজো,
এই পুজোর শুভ উদ্ধোধন করেন ফিতে কেটে প্রদীপ প্রজ্বোলন করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের যুব সভাপতি রাজবিহারি হালদার ও আলপনা হালদার। প্রথম দিনেই উপচে পড়া ভিড়, উদ্যোক্তারা আরও জানান বড় পুজো, আমরা করে থাকি প্রতি বছরেই একটা আকর্ষণ রাখি এইবার বড়ো প্রতিমা সামনে রেখে আমাদের ক্লাবের আকর্ষণ ।