নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: মাত্র ৬০ টাকার টাকার লটারি কেটে কোটিপতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানের চা শ্রমিকের ছেলে শিবা কুজুর। প্রসঙ্গত জানা গেছে শিবার বেশ কিছুদিন থেকে লটারি কাটতেন ।
পাশাপাশি তিনি স্বপ্ন দেখতেন তার লটারি কেটে তিনি কোটিপতি হয়েছে। সেই স্বপ্ন তার বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি তিনি 6০ টাকা দিয়ে লটারি টিকিট কাটেন। ৬০ টাকা দিয়ে লটারি টিকিট কাটার পর রেজাল্ট এ তিনি দেখেন যে ১ কোটির প্রথম পুরস্কার তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি ।পরে জানতে পারেন সত্যিই তার লটারি প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়ে যায়।
শিবার বন্ধুরা জানায় তাদেরকে বেশ কিছুদিন থেকে বলছিল রাতে স্বপ্ন দেখে যে সে লটারিতে টাকা পেয়েছেন । এবার স্বপ্ন সত্যি হলো ।