নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: ৬০ নম্বর জাতীয় সড়কে ২টি ১০ চাকা লরির মুখোমুখি সংঘর্ষে আহত হল দুই গাড়ির চালক। এই মুহূর্তে একটি গাড়ির চালক আটকে রয়েছে গাড়ির কেবিনে। জাতীয় সড়কে এই মুহূর্তে কুনুস্তরিয়া কোলিয়ারির তিন নাম্বার পিটের কাছে জাতীয় সড়কের কাল ভাটের মধ্যেই ঘটেছে এই ঘটনা।
এই মুহূর্তে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও রানিগঞ্জ ট্রাফিক গার্ডের ওসি অনন্ত রায় এর নেতৃত্বে কেবিন কেটে কোনক্রমে আটকে থাকা গাড়ির চালককে উদ্ধার করতে তৎপর হয়েছে পুলিশ। পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে চালাচ্ছে উদ্ধারের কাজ। গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছে কেবিনের অংশ।
টেনে বের করা হচ্ছে কেবিনের এলাকাটিকে। পরে প্রায় দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় হাইড্রোলিক ক্রেন দিয়ে উদ্ধার করা হয় অপর চালককে। স্থানীয়দের প্রাথমিক অনুমান কালভার্ট এর উপরেই ঘটা এই ঘটনায় ঘটনা, সম্ভবত দৃশ্যমানতার অভাবে, ও সংকীর্ণ রাস্তার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে একটি ট্রাকের মধ্যে লোহা বোঝাই ছিল, যা রানীগঞ্জ থেকে জামুড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, আর ওপর ট্রাকের মধ্যে কয়লা বোঝাই ছিল, যা জামুরিয়া থেকে রানীগঞ্জের অভিমুখে যাচ্ছিল। এবার সেই ট্রাক দুটিকে দীর্ঘ প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর ক্রেন দিয়ে সরিয়ে উদ্ধার করা হয় গাড়ির কেবিনে আটকে থাকা গাড়ি চালক কে। দুটি গাড়ির চালকই গুরুত্বর ভাবে আহত হয়েছে।