নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাহেশ :: শনিবার ২৮,জুন :: ৬২৯ বছরের ঐতিহ্যবাহী শ্রীরামপুর মাহেশের রথযাত্রা আজ। ভোরবেলা থেকেই ভক্তদের ঢল নেমেছে জগন্নাথ মন্দির চত্বরে। শুরু হয়েছে বিশেষ পূজা-অর্চনা, মন্দিরমুখী মানুষের মুখে জয় জগন্নাথ ধ্বনি।আজ প্রভু জগন্নাথ দেব, ভগিনী সুভদ্রা ও ভ্রাতা বলরামকে সঙ্গে নিয়ে বিরাট রথে চড়ে রওনা দেবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। এই রথযাত্রা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গৌরবময় অধ্যায়।
৬০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই উৎসব ঘিরে শ্রীরামপুরের মাহেশ এলাকায় বসেছে মেলা, বসেছে বিভিন্ন দোকানপাট। রথ যাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। জগন্নাথের রথ টানতে ভিড় জমিয়েছেন হাজার হাজার ভক্ত।
অনেকে মনে করেন, রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। রথযাত্রার এই মহোৎসবে শ্রীরামপুর মাহেশ যেন এক প্রাণবন্ত তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে।