কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বৃহস্পতিবার ২৫,সেপ্টেম্বর :: ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বাড়াতে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিল ৯৭টি দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস মার্ক-১এ যুদ্ধবিমান কেনার প্রস্তাবে। এই প্রকল্পে খরচ হবে প্রায় ৬২ হাজার কোটি টাকারও বেশি।
সরকারি সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) তৈরি করবে এই অত্যাধুনিক হালকা যুদ্ধবিমান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ও চীনের মতো শত্রু দেশের মোকাবিলায় ভারতীয় বায়ুসেনাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলবে এই পদক্ষেপ।
তেজস মার্ক-১এ বিমানে রয়েছে অত্যাধুনিক রাডার ব্যবস্থা, আধুনিক অস্ত্র বহনের ক্ষমতা ও উন্নত যুদ্ধ প্রযুক্তি। এর ফলে এটি বহুমুখী অভিযানে ব্যবহার করা সম্ভব হবে।
প্রসঙ্গত, এর আগে ৮৩টি তেজস যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। নতুন সিদ্ধান্তে সংখ্যাটা দাঁড়াল ১৮০-রও বেশি।
রক্ষামন্ত্রক সূত্রে খবর, এই প্রকল্প শুধু ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াবে না, দেশীয় প্রতিরক্ষা শিল্পেও বৃহৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।