নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ২৮,অক্টোবর :: আগামী ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফজাতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। বিচারক তনুময় কর্মকারের যে নির্দেশ শুনে আদালতেই অজ্ঞান হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।
যারপরই আদালতে এজলাসের মধ্যেই মন্ত্রীর মাথায় জল ঢালতে দেখা যায় মন্ত্রীর মেয়েকে। বিচারকের বাতানুকূল চেম্বারে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। কিছুক্ষণ পরই ব্যাঙ্কশাল কোর্টে পৌঁছয় কলকাতা পুলিশের অ্যাম্বুল্যান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।