নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: সোমবার ৭, জুলাই :: দিনহাটা ২ নং ব্লকের সুকারুরকুটি গ্রাম পঞ্চায়েত এলাকার সিউটি প্রথম খন্ডের বাসিন্দা রহিম শেখ বয়স ৭৫ বছর।
স্থানীয় সূত্রে জানা যায় আজ বেলা বারোটা নাগাদ রহিম শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপর গ্রামবাসীদের তরফ থেকে মৃত্যুর কারণ জানতে চাওয়া হলে প্রথমে তাদের স্বাভাবিক মৃত্যুর কথা জানানো হয়।কিন্তু এতে গ্রামবাসীদের সন্দেহ হয়, গ্রামবাসীদের মধ্য থেকে কোন এক অজানা ব্যক্তি খবর দেয়, নয়ারহাট ফারির পুলিশকে এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে, পুলিশ মৃত ব্যক্তির দেহ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে ।
স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক মৃত ব্যক্তির ময়নাতদন্তের নির্দেশ দেন এরপরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।
এই প্রসঙ্গে মৃত ব্যক্তির নাতনি জামাই ছবিদুল হক জানান বেলা বারোটা খবর পেয়ে তিনি দাদু শ্বশুরের বাড়িতে যান। এর পরই দেখতে পান তার দাদু শ্বশুর মারা গেছেন কিন্তু কিভাবে মারা গেলেন সঠিক কারণ তিনিও বলতে পারেন না।
তিনি বলেন বাড়িতে মৃত ব্যক্তির স্ত্রী থাকলেও তিনি অসুস্থ আর মৃত ব্যক্তির ছেলে টিউশন পড়াতে বাইরে ছিলেন। এরপর তারাই মৃতকে নিয়ে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন।