৭৬’তম বর্ষে বাঁকুড়ার রবীন্দ্র সরণী সার্বজনীন এর ভাবনা ‘ হস্ত শিল্পের দুগ্গা মেলা‘ ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার ১১,অক্টোবর :: গ্রাম থেকে শহর পুজো মণ্ডপে দর্শকদের আকর্ষণ বাড়াতে ভিন্ন ভাবনায় মণ্ডপ সাজে পুজো উদ্যোক্তারা। মণ্ডপে কোথাও পরিবেশ বাঁচানোর বার্তা,কোথাও এই বাংলার হারিয়ে যেতে বসা শিল্প আবার কোথাও বর্তমান জ্বলন্ত সমস্যাকে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপের থিমের মধ্যে।

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো এই উৎসবে মানুষের সর্বাধিক আগ্রহ থাকে। সেই দিক গুরুত্ব রেখে থিম নতুনত্ব প্রতি বছর। এবার ৭৬’তম বর্ষে বাঁকুড়ার রবীন্দ্র সরণী সার্বজনীন এর ভাবনা ‘ হস্ত শিল্পের দুগ্গা মেলা‘ ।

এবারের মন্ডপসজ্জা প্রাকৃতিক সম্পদের পাশাপাশি বেত-বাঁশের শিল্প সামগ্রী দিয়ে সেজে উঠেছে। জেলার মানুষের অন্যতম আকর্ষণ এই পুজো মণ্ডপ।

প্রতিবছর আকর্ষণীয় ভাবনায় মণ্ডপ সেজে ওঠে দর্শনার্থীদের মন আকর্ষণ করতে। সেই মত এবারের মণ্ডপ সজ্জাতেও আরও বেশি আকর্ষিত হবে মানুষ, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =