নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শুক্রবার ২৫,জুলাই :: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পুজো কমিটি সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের ৭৬তম বর্ষে পা রাখল।
আপামর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আবহে এবার এই পুজো কমিটির ভাবনায় স্থান পেয়েছে চিরন্তন আলো-অন্ধকারের দ্বন্দ্ব — মূল ভাবনা “তমসো মা জ্যোতির্গময়” অর্থাৎ অন্ধকার থেকে আলো অভিমুখে যাত্রা।শুক্রবার পুজোর সূচনাপর্ব হিসেবে সম্পন্ন হল খুঁটি পূজা। উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা, শহরের বিশিষ্টজনেরা ও স্থানীয় বাসিন্দারা। ভক্তিময় পরিবেশে, ধূপ-ধুনো, শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণে শুরু হয় এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
এই প্রসঙ্গে পূজা কমিটির সম্পাদক নয়ন দাস বলেন প্রতিবছরের মতো এবারও আমাদের পুজোয় থাকছে কিছু না কিছু চমক। থিমের মাধ্যমে দর্শনার্থীদের আমরা ভাবনার খোরাক দিতে চাই, সেই দিকেই গুরুত্ব দিয়েছি এবার। তিনি আরও জানান মণ্ডপ নির্মাণ, প্রতিমা রূপায়ণ এবং আলোকসজ্জা—সব ক্ষেত্রেই থাকছে অভিনবত্ব।
অন্যদিকে, পূজা কমিটির সভাপতি জানান, শুধু পুজো নয়, পুজোর প্রতিদিনই থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও বাইরের শিল্পীদের নিয়ে প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হবে সঙ্গীত, নৃত্য, নাট্য ও লোকসংস্কৃতির বিশেষ অনুষ্ঠান।
সব মিলিয়ে পাড়ার পুজো হলেও, এটি হয়ে উঠেছে সমগ্র রায়গঞ্জবাসীর মিলনমেলা। স্থানীয় মানুষজনও বেশ উৎসাহী এই পুজোকে ঘিরে। ইতিমধ্যে পাড়ার অলিগলি রঙিন আলোয় সেজে উঠেছে। ছোটরা অপেক্ষা করছে মণ্ডপ চত্বরের নানা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, আর বড়রা অপেক্ষা করছেন সেই প্রিয় দেবী দর্শনের মুহূর্তটির জন্য।