৭৮ বছর বয়সে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ভ্যান রিক্সার প্যাডেলে চাপ দিয়ে রওনা দিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ২৩,জানুয়ারি :: নাম দুলাল বিশ্বাস তবে সকলের কাছে তিনি বাকা দা হিসেবেই বেশি পরিচিত। কৃষ্ণনগরে হাই স্ত্রীটে একসময় দর্জির দোকান ছিল তার। ৭৮ বছর বয়সে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ভ্যান রিক্সার প্যাডেলে চাপ দিয়ে রওনা দিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে।

এর আগে প্রত্যেক রবিবার তিনি তার সাইকেল প্রেমি বন্ধুদের নিয়ে নানা জায়গায় সাইকেল নিয়ে ভ্রমণ করে বেড়াতেন। তার স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে নদী বাঁচাও জল বাঁচাও স্লোগান নিয়ে সাইকেল অভিযানের একদম প্রথম সারিতে দেখা যায় তাকে।

সাইকেলকে সঙ্গী করে ছোট ছোট মাইলস্টোন সম্পূর্ণ করলেও এবার বাঁকা দার রওনা সোজা প্রয়াগ রাজের কুম্ভ মেলায়। তার কথা অনুযায়ী, কুম্ভে তিনি যাচ্ছেন বটে তবে তীর্থ করতে নয়, সেখানে কোটি কোটি মানুষের মধ্যে নদী তথা পরিবেশ জল ইত্যাদি বাঁচানোর ও সংরক্ষণ করার বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে।

বছরভর তিনি যে সমস্ত অভিযান করে থাকেন এটি তারই একটি প্রতিরূপ।তিনি জানান, প্রায় ১২ বছর আগে এই ভ্যান রিক্সার ওপরে লোহার পাত দিয়ে ঘিরে দিয়েছিলেন বন্ধুরা।

সেবার তিনি ঠিক করেছিলেন কামাখ্যার মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে। তবে স্ত্রী স্বর্ণলতা দেবী ইচ্ছে প্রকাশ করে যাওয়ার তাই তিনি এড়াতে পারেননি। এতটা দূরের রাস্তা সস্ত্রীক সাইকেল চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে বন্ধুরা এই গাড়িটির ব্যবস্থা তাকে করে দেন।

গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম। রয়েছে গান শোনার বক্সও। ইতিমধ্যেই তিনি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন, এবং ফোনের মারফত জানতে পারা যায় বর্ধমান ছাড়িয়ে তিনি চলেছেন কুম্ভের উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + three =