নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘোজাডাঙ্গা :: শুক্রবার ১৫,আগস্ট ::৭৯ তম স্বাধীনতা দিবস এবার ভারত বাংলাদেশ সম্পর্কে কোথাও যেন একটা ছেদ পড়েছে। বিগত স্বাধীনতা দিবসে ছবি পরম্পরা থেকে পিছিয়ে গেল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্ত জিরো পয়েন্ট একেবারে উলট পুরান।
যেখানে ভ্রাতৃত্ব মিষ্টি বিতরণ শুভেচ্ছা বিনিময়ের মধ্যে এই দিনটি উদযাপিত করত বিএসএফের জোয়ানরা । সেখানে অন্য ছবি দেখা গেল সীমান্তে, শুধুমাত্র দুই দেশের শুল্ক দপ্তরের আধিকারিকদের মধ্যে মিষ্টি বিনিময় ছাড়া আর কিছু দেখা গেল না।
বি এস এফ ও বিজেবি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোন স্বাধীনতা সংগ্রামের শুভেচ্ছা, মিষ্টি একে অপরের মধ্যে আলিঙ্গন সবটাই মনের মধ্যে থেকে গেল কেউ এগিয়ে আসলো না প্রতি বছরের স্বাধীনতা দিবসের ছবিটা এই বছরে পাল্টে গেল।
সাম্প্রতিক কালে ইউনুস সরকারের সঙ্গে মোদি সরকারের সম্পর্ক নিয়ে বারবার টানা পড়েন দেখা গেছে বিভিন্ন সময় তার জন্যই এ বছরের স্বাধীনতা দিবসের বিলীন হয়ে গেল দু দেশের হৃদ্যতা ।