নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহারে :: বৃহস্পতিবার ১৪,আগস্ট :: ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা কোচবিহারে বিজেপির পক্ষ থেকে। আগামীকাল ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা ।এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ের সামনে থেকে। বাইক মিছিলের আকারে এই তিরঙ্গা যাত্রা কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে এমনটাই জানালেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন। এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক মালতি রাভা নিখিল রঞ্জন দে সহ বিজেপির একাধিক নেতৃত্বগন।