৮১ বছর পর আবার ইতিহাস জীবন্ত হয়ে উঠলো, টয় ট্রেনের ইঞ্জিন ঘুরলো ৩৬০

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: শুক্রবার ২৮,মার্চ :: আবার ফিরে এলো প্রাচীন ইতিহাস জীবন্ত হয়ে উঠল সেই ইতিহাস। প্রসঙ্গত ৮১ বছর পর আবার জীবন্ত হয়ে উঠল প্রাচীন টয় ট্রেনের গুরুত্বপূর্ণ অংশ টার্ন টেবেল। কার্শিয়াং স্টেশনে উদ্বোধন হয়ে গেল এই টার্ন টেবিলের। উদ্বোধন করলেন এন এফ রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুরেন্দ্র কুমার।১৯৪৩ সালের পরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল এই টার্ন টেবিল। কি এই সিস্টেম বা ব্যবস্থা? এই পদ্ধতিতে একটি অস্থায়ী ট্রেন লাইনের উপরে ইঞ্জিন তুলে নিয়ে, ৩৬০ ডিগ্রী ঘোরানোর পদ্ধতির নাম টার্ন টেবিল। ইংরেজ আমলে যখন বাষ্প চালিত ইঞ্জিন চলত, সেই সময় এই পদ্ধতিতে খুব দ্রুত ট্রেনের ইঞ্জিন ঘোরানোর ক্ষেত্রে সুবিধা হত।

এই পদ্ধতি ব্যবহার করলে বিশেষ সুবিধা লাভ করা যায়। পাশাপাশি সময় বাঁচে। কার্শিয়াং এ এই ব্যবস্থা যদি সফল হয় সেই ক্ষেত্রে শিলিগুড়ি জংশনেও চালু করা হবে এই ব্যবস্থা, এমনটাই জানিয়েছেন ডি এইচ আর কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে টয় ট্রেনের পরিষেবা উন্নততর হবে পাশাপাশি পুরনো ঐতিহ্য রক্ষা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + thirteen =