নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: বুধবার ৫,ফেব্রুয়ারি :: ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার নারায়ণপুর মিশন থেকে গত রাত্রে নাকা চেকিং করার সময় একটি পিকআপ ভ্যান আটক করে আট টি গরু উদ্ধার করে।
অবৈধ উপায়ে পাচারের আগে রামপুরহাট থানার পুলিশ পিক আপ ভ্যান সহ ড্রাইভার কে গ্রেফতার করেন। পিক আপ ভ্যানের নম্বর টি ঝাড়খণ্ডের যার রেজিস্ট্রেশন নম্বর JH04G/5611
রামপুরহাট থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়।