নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৩০,এপ্রিল :: ৮ টি লোক সভা কেন্দ্রের জন্য ষষ্ঠ দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জরি করেছে কমিশন। জঙ্গল মহল সহ বেশ কয়েকটি কেন্দ্রে হবে ভোট। তৃতীয় পর্যায়ে ভোট গ্রহণ করা হবে আগামী ৭ মে । মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। তার পরিসংখ্যান জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।
তৃতীয় পর্যায়ে ৭৩ লক্ষ ৩৭ হাজরায়ের বেশি মানুষ ভোট দেবেন। এখনে বেশ কিছু মহিলা পরিচালিত ভোট কেন্দ্র থাকছে। প্রায় ২৫৭ টি ভোট কেন্দ্রে মহিলা পরিচালিত হবে। ষষ্ঠ পর্যায় আয় ব্যয় পর্যবেক্ষক এসেছেন । তমলুক, কাঁথি ঘটাল মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বিষ্ণুপুর লোক সভা কেন্দ্রে চলে এসেছেন।
চতুর্থ পর্যায় ৮ টি লোকসভা কেন্দ্রে ৫৫৮ টি মুর্শিদাবাদে ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে। এছাড়া, বোলপুর বীরভূম সহ ৩৬৪৭ টি মোট ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে। এছাড়া নাকা চেকিং ইন্টার স্টেট নাকা, ফ্লাইং স্কোয়াড, স্টেটিটিকস সার্ভিলেন্স টিম কাজ করছে। এছাড়া মদ মাদক, সোনা গয়না সহ অন্য দ্রব্য মূল্য ২৮৫ কোটি টাকা বাজিয়াপ্ত হয়েছে।