নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: রবিবার ১৮,জানুয়ারি :: মসলন্দপুর বসিরহাট রোডের শিমুলতলা এলাকায় রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা ।
বিক্ষোভকারীদের যেটা অভিযোগ- SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে ইলেকশন কমিশন । ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটারকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে ।
সাধারণ খেটে খাওয়া মানুষ তারা রুজি-রুটির দায়ে কাজকর্ম করবে নাকি বারবার শুনানিতে যাবে । তারই প্রতিবাদে আজকে এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ ।

