সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: পুরভোটের আগে‌ ভোটারদের আস্থা বাড়াতে ডায়মন্ড হারবার পুরসভার একাধিক ওয়ার্ডে রুটমার্চ করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পঞ্চাশ জনের বেশী পুলিশকর্মী নিয়ে পুরসভার ১,২ ও ৪ নম্বর ওয়ার্ডে রুটমার্চ করেন এসডিপিও মিতুন দে, আইসি গৌতম মিত্র।

পুরসভার রামরামপুর, ইটভাটা এলাকা, নদীর পাড়, কপাটহাট, মঞ্জিতা এলাকার বাসিন্দাদের নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানান পুলিশ কর্তারা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন পুলিশকর্তারা। সাধারণ ভোটারদের কোন ভয় ভীতি থাকলে সরাসরি পুলিশকে জানানোর কথা বলেন তাঁরা। পুলিশের ফোন নম্বরও দেওয়া হয় ভোটারদের। এসডিপিও মিতুন দে বলেন,‘‌ প্রতিটি ভোটারের নিশ্চিন্তে ভোট দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে রুটমার্চ করা হল।

ভোটারদের মনোবল বৃদ্ধি করাই মূল লক্ষ্য। কোন ভোটার যেন ভয় ভীতির দ্বারা প্রভাবিত না হয়। আমরা ভোটারদের কাছে পুলিশের নম্বর দিলাম। কোনরকম সমস্যা হলে পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে।’‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =