পৌর সভার বকেয়া ট্যাক্স মিটিয়ে না দেওয়ায় মিলের ভেতরে সাফাই এর নামে চলতে থাকা গাছ কাটার কাজ বন্ধ করে দিল পৌর কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গারুলিয়া :: ১০,মে :: গারুলিয়া পৌর সভার অন্তর্গত বহু চর্চিত ডানবার কটন মিলের ভেতর অবাধে চলছিল গাছ কাটার কাজ। সেই সঙ্গে মিলটি হস্তান্তরিত হলেও পৌর সভার বকেয়া ট্যাক্স মিটিয়ে না দেওয়ায় মিলের ভেতরে সাফাই এর নামে চলতে থাকা গাছ কাটার কাজ বন্ধ করে দিল পৌর কর্তৃপক্ষ।

ডান বার মিল টি হস্তান্তরিত হওয়ার খবরের পর মিলের বকেয়া প্রায় ৫ কোটি টাকার ট্যাক্স মিটিয়ে দেওয়ার জন্য নোটিশ দেয় পৌর সভা। কিন্তু বর্তমান মালিক সেই বিষয়ে কর্ন পাত না করে গাছ কেটে ফেলতে থাকে । এরপর পৌর সভায় বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে মালিক যথোপযুক্ত কাগজ না দেখালে এবং পৌর সভার ট্যাক্স না মেটালে কাজ বন্ধ করে দেওয়া হবে।

সেই মত এদিন পৌর প্রধান রমেন দাস ও পৌর সভার কাউন্সিলর রা ডানবার মিলে উপস্থিত হয়ে মিলের ভেতরে চলতে থাকা গাছ কাটার কাজ বন্ধ করিয়ে দেন। পৌর প্রধানের বক্তব্য অনুযায়ী জমিটি হস্তান্তরিত হয়েছে তার কাগজ পত্র দেখাতে হবে ,মিলের জমিতে শিল্প গড়ে তুলতে হবে এবং পৌর সভার বকেয়া ট্যাক্স মিটিয়ে দেওয়ার দাবি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =