নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোদপুর :: শনিবার ৪,নভেম্বর :: কথাতেই আছে গুন থাকলে তা ঠিকই প্রকাশ পাবেই। বয়স তো নিমিত্ত মাত্র। তবে এই কথা শুনে প্রবাদ মনে পড়লেও কথাটাকে সত্যি প্রমাণ করলো দু বছর ৭ মাস বয়সী এক একরত্তি। মাত্র ১ মিনিট ৫০ সেকেন্ডে ১০০টি দেশের রাজধানির নাম বলে ইন্ডিয়ার বুক অফ রেকর্ড তৈরি করলো বর্নাভ দাস।
বাবা প্রীতম দাস। পেশায় একজন ব্যবসায়ী। মা ঈশিতা ঘোষ ছিলেন একজন আইনজীবী। একমাত্র ছেলে বর্নাভর ভবিষ্যত গড়তে তৎপর বাবা মা দুজনেই। সারাদিন পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো করে কাটে দিন বর্ণাভর। সোদপুর পানশিলা এলাকার বাসিন্দা বর্ণাভ দাস। আজ ইন্ডিয়া বুক অফ রেকর্ড নাম তুলে তাক লাগিয়েছে গোটা দেশের কাছে।
শ্রীলঙ্কার রেকর্ডকেও হার মানিয়ে দিয়েছে ছোট্ট বর্ণাভ। আগামীতে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে রেকর্ড গড়ার লক্ষ্যে ছোট্ট বর্ণাভ। খেলার ছলে পড়াশুনো করতে করতে কাটে দিন। সকাল থেকে রাত অবধি মায়ের সাথে গল্পের ছলে ১০০ টি দেশের রাজধানীর নাম মুখস্থ করে মাত্র ১ মিনিট ৫০ সেকেন্ডে বলে ইন্ডিয়ার বুক অফ রেকর্ড গড়েছে সে।
সোদপুর ইউরো কিডসে পড়াশোনা নিয়ে সময় কাটে দিনের বেশিরভাগ সময়। বাকি সময় বছর ২ এর শিশু বর্ণাভ মায়ের সাথে খেলার ছলে পড়াশুনো করে কাটায় দিন। কেবল দেশের রাজধানীর নাম নয়। মায়ের সাথে সাথে সাধারণ জ্ঞান মূলক নানা প্রশ্নের উত্তর দিতেও এক মুহুর্ত সময় নষ্ট করছে না সে। শুভ কামনা আমাদের পক্ষ থেকেও।