নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: সোমবার ০১,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহকুমার বাংলাদেশ সীমান্তের টাকি বরাবরই পর্যটকদের কাছে নতুন ডেস্টিনেশন। ভিন রাজ্য ছাড়িয়ে বিদেশের পর্যটকরাও সীমান্ত পারে এসে ভিড় জমান। কারণ ইছামতি নদীর ওপার বাংলা নিজে চোখে চাক্ষুষ করে দেখে নেওয়া আলাদা অনুভূতি রয়েছে। তাই নতুন বছরের ১লা জানুয়ারি সকাল থেকে পর্যটকদের ভিড় জমিয়েছে ইছামতি পারে।
একদিকে নদীতে নৌকাবিহার সেখান থেকে তিন নদীর মোহনায় মাছরাঙ্গা দ্বীপ, মিনি সুন্দরবন তারপর জমিদার বাড়ি গুলোকে দেখে নিয়ে প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য একবার স্মৃতি উসকে দিচ্ছে পর্যটকদের কাছে। সকাল থেকে দেদার হুল্লোর জমিয়ে এক জায়গায় বসে খাওয়া দাওয়া নাচ-গান নতুন বছরকে সেলিব্রেট করছে।
আট থেকে আশি তাই ইছামতি পাড়ের পর্যটকদের ঢল নেমেছে ওপার বাংলার ছবিটা মোবাইল ফোনের সেলফি ক্যামেরা বন্দি করে রাখতে চাইছে ভ্রমণপিপাসু মানুষেরা। পাশাপাশি সীমান্ত সুরক্ষার নজরদারি একেবারে কঠোর করা হয়েছে সেই সঙ্গে জেলা প্রশাসন রাজবাড়ীর ঘাট থেকে ঘোষ বাড়ির ঘাট সৈয়দপুর সব ঘাট গুলোকে আলাদা সতর্কতা নিয়ে।