নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিশ্বভারতী :: রবিবার ৭,ডিসেম্বর :: বদল হয়েছে উপাচার্যের, কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতীর ৷ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাষাতেই অমর্ত্য সেনকে আক্রমণ বিশ্বভারতীর আইনজীবীর। সিউড়ি আদালতে বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিবাদের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, পুরো মামলা জুড়েই মিথ্যাচার করেছেন অমর্ত্য সেন।

 

অমর্ত্য সেনের আইনজীবী :: নিজস্ব চিত্র

ভারতের উন্নয়নের ক্ষেত্রে কোনও অবদান নেই তাঁর। বিশ্বভারতীতে একদিন ক্লাসও নেননি তিনি। অথচ দেশের নাম যিনি বিশ্বের দরবারে নিয়ে গেলেন সেই কবিগুরুর জমিকেই হাতাতে চাইছেন অমর্ত্য সেন৷ উনি যদি মনে করেন গুরুদেবের জমি নেবেন তাহলে সেটা ওনার নির্লজ্জতা ও অসভ্যতার পরিচয়। অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 6 =