নিজস্ব সংবাদদাতা ;; সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১২,জানুয়ারি :: প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ রোগীর আত্মীয়দের। মালদার ইংরেজ বাজারের ৫২ বিঘার বাসিন্দা অনিমা কুমার গত রবিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি হন।
সেদিন গভীর রাতে একটি কন্যা সন্তান জন্ম দান করেন তিনি। পরিবারের অভিযোগ এরপর কাউকে কিছু না জানিয়ে সোমবার রাত্রে আবার ওই মহিলার অস্ত্র প্রচার করা হয়। পরিবারের অভিযোগ দ্বিতীয়বার অস্ত্র প্রচার হওয়ার পরই তাদের রোগীকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বলেন রক্তের প্রয়োজন সেই মতো রক্তের যোগান দেন পরিবারের সদস্যরা।
এরপর হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওই রোগী মারা গেছে। এর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আজ সকাল থেকেই মাতৃমা বিভাগের সামনে ক্ষোভ প্রকাশ আত্মীয়-স্বজনের। যদিও চিকিৎসায় গাফিলতির এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি। এদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ এবং একাধিক অভিযোগ তুলে অন্যান্য রোগীর আত্মীয়রাও সোচ্চার হন এদিন।