নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শনিবার ২০,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলের বিল বাঁকড়া ডোবর সহ বিভিন্ন এলাকা থেকে একাধিক মহিলার কাছে ফোন করে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হচ্ছে।আর ফোন করা হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে।সেই নাম্বারে পুনরায় ফোন করা হলে এক এক বার এক এক জায়গার ঠিকানা বলছেন তারা।
১৩ নম্বর স্যান্ডেলের বিলের এক মহিলার কাছে ফোন করে টাকা চায় এক দুষ্কৃতী। অনলাইনে দোকান থেকে সেই মহিলা ত্রিশ হাজার টাকা দিয়ে দেয় ফোন পে তে।টাকা চাইতে গেলে দোকানদারকে বলা হয় তুমি যে একাউন্টে টাকা মেরেছো ওই ব্যক্তিকে আমি তো চিনি না, তাহলে টাকা দেবো কেন।বর্তমানে সর্বশ্রান্ত হয়েছেন দোকানদার শোভন মন্ডল।তিনি বর্তমানে হিঙ্গলগঞ্জ থানায় দারস্ত হয়েছেন।
সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনা তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।এলাকার মানুষ জনদের সতর্ক করেছেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ,তারা বলেছেন কাছে আমাদের এই ধরনের কোন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির ফোন বা টাকা চেয়ে কল আসলে,তাদের ফাঁদে পা না দিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার অনুরোধ করেছেন।